top of page
Search
Writer's pictureLearn Today for TET

JEAN PIAGET - Cognitive Development / প্রজ্ঞার বিকাশ

Updated: Sep 23, 2023


Youtube class Link
(Click on CDP Class - 1 thumbnail)





জিন পিয়াজেঁ (1896-1980)
> জিন পিয়াজেঁকে father of Developmental Psychology বলা হয়।
> জিন পিয়াজেঁ 1896 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন।
> বই The Psychology of the Child।#learntodayfortet
Learn Today for TET

Learn Today for TET
CDP By Moumita
Learn Today for TET
CDP by Moumita
Learn today for TET
CDP by Moumita
Learn Today for TET
CDP by Moumita
CDP ny moumita
Learn Today for TET


MCQ

1. Piaget এর মতে, প্রজ্ঞামুলক বিকাশের কয়টি ধাপ বা পর্যায় রয়েছে ?

(a) 3টি পর্যায়

(b) 4টি পর্যায়

(c) 5টি পর্যায়

(d) ৬টি পর্যায়


2. Piaget প্রথম পর্যায়টি কী নামে পরিচিত ?

(a) সংবেদন চালক মূলক পর্যায়

(b) পূর্ব সক্রিয়তার পর্যায়

(c) মূর্ত সক্রিয়তার পর্যায়

(d) যৌক্তিক সক্রিয়তার পর্যায়


3. বয়স 7 থেকে 11 বছর -

(a) সংবেদন চালক মূলক পর্যায়

(b) পূর্ব সক্রিয়তার পর্যায়

(c) মূর্ত সক্রিয়তার পর্যায়

(d) যৌক্তিক সক্রিয়তার পর্যায়


4. যৌক্তিক সক্রিয়তার পর্যায় হল-

(a) জন্ম থেকে 24 মাস

(b) 2 থেকে 7 বছর

(c) 7 থেকে II বছর

(d) II বছরের পর


5. শিশু বিকাশের Piaget তত্ত্বের ভিত্তি হল-

(a) মনস্তাত্ত্বিক বিকাশ

(b) নৈতিক বিকাশ

(c) মনোসামাজিক বিকাশ

(d) প্রজ্ঞার বিকাশ


6. Piaget মতে, নির্দিষ্ট মনস্তাত্ত্বিক কাঠামো অভিজ্ঞতার অনুভূতি তৈরি করার সংগঠিত উপায় বলা হয়-

(a) স্কিমা

(b) ছবি

(C) মানসিক মানচিত্র

(d) মানসিক সরঞ্জাম


7. নিচের কোনটি প্রিপারেশনাল পর্যায়ে একটি শিশুকে চিহ্নিত করে?

(a) লক্ষ্য নির্দেশিত আচরণ

(b) বিলম্বিত অনুকরণ

(c) চিন্তার অপরিবর্তনীয়তা

(d) বৃত্তাকার প্রতিক্রিয়া


8. Piaget তত্ত্ব অনুসারে, শিশুদের মধ্যে চিন্তাভাবনার বিকাশের কোন পর্যায়ে অপরিবর্তনীয়তা রয়েছে।

(a) সংবেদন চালক মূলক পর্যায়

(b) পূর্ব সক্রিয়তার পর্যায়

(c) মূর্ত সক্রিয়তার পর্যায়

(d) যৌক্তিক সক্রিয়তার পর্যায়


9. নিচের কোনটি শিশুদের মধ্যে বস্তুর স্থায়িত্বের বিকাশ বুঝতে সাহায্য করেছে?

(a) পিয়াজেঁ

(b) হল

(c) এরিকসন

(d) স্পিয়ারম্যান


10. জড় বস্তুকে জীবন্ত গুণাবলী প্রদানকারী প্রকৃতিকে পিয়াজেঁ কী নাম দিয়েছে?

(a) কল্পনা

(b) কেন্দ্রীকরণ

(c) সর্বপ্রানীবাদ

(d) বস্তুর স্থায়িত্ব


Answer Key
Constructivism,
Genevan School,
Genetic epistemology,
Theory of cognitive development,
Object permanence,
Egocentrism
sensorimotor stage
সংবেদন চালক মূলক পর্যায়
Object Permanence
Pre Operational Stage
পূর্ব সক্রিয়তার পর্যায়
egocentrism Animation
Concrete Operational
মূর্ত সক্রিয়তার পর্যায়
ইন্ডাকটিভ রিজনিং
Conservation
Centration
Concrete Thinking
Reversibility
Formal Operational Stage
যৌক্তিক সক্রিয়তার পর্যায়
Formal Operational Stage



1,027 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page