top of page
Search
Writer's pictureLearn Today for TET

চিন্তন (Thought)

মানুষের আচরণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল চিন্তন। চিন্তন মানুষের জীবনের একটি সমস্যা সমাধানমূলক আচরণ অর্থাৎ মানবজীবনে মানুষ কোনো সমস্যার মুখোমুখি হলে বা কোনো কিছু নতুন সৃষ্টির চেষ্টায় চিন্তনের দ্বারা সফল হওয়ার চেষ্টা করে।

চিন্তনের শুরু হয় সমস্যার শুরুতে এবং সমস্যা সমাধানের মাধ্যমে চিন্তনের শেষ হয়।
চিন্তন মানুষকে তার পারিপার্শ্বিক জগৎ এবং বিশ্ব সম্পর্কে ধারণা গঠনে, ব্যাখ্যাকরণে, মনের ভাব ব্যক্তকরণে এবং বিশ্ব সম্পর্কে পূর্বানুমান করতে সহায়তা করে।
মানুষের জীবনে চিন্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চিন্তন-এর মাধ্যমেই মানুষ তার লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, আকাঙ্ক্ষা প্রভৃতি চরিতার্থ করতে পারে।

চিন্তাভাবনায় ধারণা, তথ্য প্রস্তাবনা, বা মানসিক চিত্রগুলির মধ্যে যে মানসিক যোগাযোগ রয়েছে বা তৈরি হয় তাকে চিন্তন বলে।
মানসিক প্রক্রিয়ার প্রজ্ঞামূলক দিক।
যা মানুষকে উদ্দীপনা এবং ঘটনার প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সমস্যা সমাধান করতে সাহায্য করে।

চিন্তনের প্রকারভেদ (Types of Thought) :
চিন্তন প্রক্রিয়া দুই প্রকার। যথা—
(i) মানসিক প্রতিরূপ (Mental image),
(ii) বিমূর্ত মানসিক কাঠামো (Abstract Mental Structure)

চিন্তনের বৈশিষ্ট্য (Characteristics of Thought) :
(i) মানসিক প্রক্রিয়ার ফলাফল।
(ii)কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর ক্ষেত্রে পর্যাপ্তভাবে সচেতন থাকার অবস্থা।
(iii) সৃজন ক্ষমতা, কল্পনাশক্তি এবং যুক্তি প্রদানের দক্ষতা।
(iv) নির্দিষ্ট ধারণার ওপর বিশ্লেষণ এবং প্রতিফলন-এর সঙ্গে চিন্তনের সম্পর্ক রয়েছে।
(v) বিষয়বস্তুর উত্থাপন বা গভীরভাবে বিশ্লেষণ-এর ক্ষেত্রে চিন্তন সহায়তা করে।
(vi) কোনো নির্দিষ্ট ক্ষেত্রে পূর্বানুমান করতে এবং আকাঙ্ক্ষার স্তর নির্ধারণে চিন্তন প্রধান সহায়ক।
(vii) চিন্তন হল মতামত প্রকাশ, বিচারকরণ এবং বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক।
(viii) নির্দিষ্ট স্থান, শ্রেণি বা বিষয়বস্তুর বৈশিষ্ট্য পর্যালোচনার ক্ষেত্রে চিন্তন সহায়তা করে।
(ix) মানবজীবনে উদ্ভূত সমস্যাই চিন্তনের সৃষ্টি করে।
(x) চিন্তন প্রক্রিয়ার দ্বারা কোনো ব্যক্তি তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।
(xi) ব্যক্তির প্রাক্-চেতন স্তরের সঙ্গে চিন্তন বিশেষভাবে সম্পর্কযুক্ত। সমস্যার গভীরতার ওপর মানুষের চিন্তনের গভীরতা নির্ভরশীল।
(xii) চিন্তন আসলে মানবজীবনের সৃজনক্রিয়া, যার সঙ্গে বুদ্ধিমত্তার একটি সম্পর্ক বর্তমান।
(xiii) চিন্তন একটি নির্বাচনধর্মী ক্রিয়া যা সমস্যার সমাধানে মানুষের মস্তিষ্কে উদ্ভব হয়।

যুক্তিভিত্তিক চিন্তন (Logical Thinking)
⇒ যেখানে সুস্থিরভাবে বিভিন্ন বিষয় বিচার-বিশ্লেষণের মাধ্যমে, যুক্তি ও বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
⇒ মানুষের এই ক্ষমতা সহজাত বা জন্মসূত্রে পাওয়া কোনো ক্ষমতা নয়, বরং এটি শিখন-এর দ্বারা অর্জিত হয়।
⇒ পরিবেশে বিভিন্ন প্রকার অভিজ্ঞতার সঙ্গে ঘাত-প্রতিঘাতের মাধ্যমে অর্জিত হয়।
⇒ সমস্যার মুখোমুখি হলে যুক্তিভিত্তিক চিন্তনের সাহায্য লাগে।
⇒ এই চিন্তন দক্ষতা যাদের অধিক পরিমাণে রয়েছে সেই সকল ব্যক্তি বাস্তব জীবনের নানাপ্রকার সমস্যা ও ঘাত-প্রতিঘাতের মধ্য থেকে নিজের লক্ষ্যে পৌঁছোতে সক্ষম হয়।

জে পি গিলফোর্ড এবং কিটো - এটাই প্রথম অভিসারী এবং অপসারী চিন্তন এর কথা বলেন।
Perceptual or Concrete Thinking / উপলব্ধিমূলক বা কংক্রিট চিন্তা
Conceptual or Abstract Thinking / ধারণাগত বা বিমূর্ত চিন্তা
Reflective Thinking / সৃজনশীল চিন্তা





Class Video Link-

1,208 views0 comments

Recent Posts

See All

留言

評等為 0(最高為 5 顆星)。
暫無評等

新增評等
bottom of page